2002 Voter List | SIR | ২০০২ সালের ভোটার তালিকা কী ভাবে পদ্ধতিতে দেখবেন ? কী ভাবে খুঁজে দেখবেন ২৩ বছর আগের পুরনো তালিকা?

ভোটার তালিকা সংশোধন অভিযান শুরু: ২০০২ সালের ভোটাররাও পাবেন সুযোগ – জানুন কীভাবে খুঁজে পাবেন পুরনো তালিকা

2002 Voter List | SIR | ২০০২ সালের ভোটার তালিকা কী ভাবে পদ্ধতিতে দেখবেন ? কী ভাবে খুঁজে দেখবেন ২৩ বছর আগের পুরনো তালিকা?
2002 Voter List | Where to Find 2002 Voters?

2002 Voter List: সোমবার জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করেছে, পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন অভিযান এবার ভোটার তালিকা শুদ্ধকরণের জন্য কমিশন স্পষ্ট নির্দেশিকা জারি করেছেভোটারদের নাম তোলার জন্য নির্দিষ্ট ১১টি নথি গ্রহণযোগ্য বলে জানিয়েছে নয়াদিল্লির নির্বাচন সদন।

Join WhatsApp Group Join

সুপ্রিম কোর্টের নির্দেশে এবার আধার কার্ড যুক্ত হয়েছে প্রয়োজনীয় নথির তালিকায়। তবে, কমিশন একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করেছে২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নাম ছিল, তাঁদের নতুন করে কোনও নথি জমা দিতে হবে না। শুধুমাত্রএনুমারেশন ফর্ম’- ২৩ বছর আগের বিধানসভা, বুথ সিরিয়াল নম্বর উল্লেখ করলেই তাঁদের নাম ভোটার তালিকায় বহাল থাকবে।

কোথায় খুঁজবেন পুরনো তালিকা

২০০২ সালের ভোটার তালিকা দেখতে আপনাকে কারও সাহায্য নিতে হবে না। নিজের স্মার্টফোন বা কম্পিউটার থেকেই দেখতে পারবেন সম্পূর্ণ তথ্য।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO West Bengal) ওয়েবসাইটে পুরনো ভোটার তালিকা দেখা যাবে
 https://ceowestbengal.wb.gov.in

কীভাবে খুঁজবেন

. উপরের ঠিকানায় প্রবেশ করুন।
. মূল পৃষ্ঠায় মাঝখানে থাকবে “What’s New” বিভাগ।
. সেই তালিকার চতুর্থ নম্বর অপশনেই রয়েছে ২০০২ সালের ভোটার তালিকা
. সেখানে ক্লিক করলে জেলার তালিকা খুলে যাবে।
. আপনার বা আপনার পরিবারের যে জেলার ভোটার ছিলেন, সেই জেলার নাম নির্বাচন করুন।
. এরপর সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্র বেছে নিন।
. এবার খুলে যাবে ভোটকেন্দ্র (Polling Station)-এর তালিকা।
. সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে ক্লিক করলে আপনি দেখতে পাবেন ২০০২ সালের ভোটার তালিকা

একটি গুরুত্বপূর্ণ দিক

একাধিক বুথ থাকা বড় ভোটকেন্দ্রগুলিতে (যেমন স্কুল বা ভবন) তালিকা খুঁজতে একটু সময় লাগতে পারে। যদি ২৩ বছর আগের বুথ বা পার্ট নম্বর মনে থাকে, তাহলে দ্রুত তালিকা পাওয়া যাবে। আর মনে না থাকলে, সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রতিটি বুথের তালিকা ঘেঁটে দেখা প্রয়োজন।

সংক্ষেপে

  • বিশেষ ভোটার তালিকা সংশোধন অভিযান শুরু হয়েছে।
  • ১১টি নথি গ্রহণযোগ্য, আধার কার্ড অন্তর্ভুক্ত।
  • ২০০২ সালের ভোটারদের নতুন নথি জমা দিতে হবে না।
  • পুরনো তালিকা সহজেই দেখা যাবে ceowestbengal.wb.gov.in-এ।

 আরও পড়ুন: DRDO Recruitment 2025 | 49 Apprentice Vacancies at SSPL Delhi